অসহায় মানুষের পাশে স্বাধীন সাংস্কৃতিক একাডেমি পরিবার

অসহায় মানুষের পাশে স্বাধীন সাংস্কৃতিক একাডেমি পরিবারের সদস্যরা।  

 

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রামে স্বাধীন সাংস্কৃতিক একাডেমি পরিবারের পক্ষ থেকে অতীতের মতো এবারও সাধ্যের মধ্যে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী, চাল, চিনি, চনা, চিড়া, আলু, পেঁয়াজ, ডাল ও লবণ নিয়ে বিপদগ্রস্ত মধ্যবিত্ত পরিবার ও অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে স্বাধীন সাংস্কৃতিক একাডেমির টীম।

মহামারীতে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে স্বাধীন সাংস্কৃতিক একাডেমি পরিবার। স্বাধীন পরিবারের যারা সহযোগিতা করেছেন, যারা পরামর্শ প্রদান করেছেন, যারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন সংগঠনের চেয়ারম্যান মো. সাহাব উদ্দীন হাসান বাবু।

তিনি আরো বলেন, প্রিয় মানুষ গুলোকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, হাট-বাজার ও রাস্তা-ঘাটে ঘুরাঘুরি না করে এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে নিজ ঘরেই অবস্থান করুন এবং মহান আল্লাহর দরবারে বেশী বেশী প্রার্থনা করুন।

এসময় ডিজিটাল ব্যবস্থাপনায় উপস্থিত থেকে স্বাধীন সাংস্কৃতিক একাডেমির এই মানবিক সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সম্মানীত উপদেষ্টা বিশিষ্ট সংগীতজ্ঞ ও প্রথ্যাত শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান জহিরুদ্দিন মো. ইমরুল কায়েস, মোহাং বেলাল মিয়া, মো. সামসুল আলম, আহসানুল কবির মুন্না, জাহাঙ্গীর হোসেন, সোহাগ খান, আলাউদ্দিন তোফা, শাহাদাত হোসেন রাজীব, হিরণ প্রমুখ।

উল্লেখ্য, উপস্থিত কাউকে উপহার সামগ্রী প্রদান করা হয়নি। সবাই যার যার বাসায় সহায়তা সামগ্রী পৌঁছিয়ে দেয় স্বাধীন সাংস্কৃতিক একাডেমির এক ঝাঁক কর্মি বাহিনী।শেয়ার করুন।