অপুর বিশ্বাস দেব
আমার বাংলা টিভি বিনোদন ডেস্কঃ কলকাতার নায়ক দেব বাংলাদেশের শাপলা মিডিয়া প্রযোজিত ‘কমান্ডো’ নামের ছবিতে কাজ করছেন। একই প্রতিষ্ঠান দেবকে আরো দশটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে। এরমধ্যে পাঁচজন চলতি সময়ের আর পাঁচজন নবাগত অভিনেত্রী থাকবেন। জানা গেল একটি ছবিতে দেবের নায়িকা হয়ে অভিনয় করতে পারেন অপু বিশ্বাস।
এ বিষয়ে অপু বিশ্বাস বলেছেন, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আমাকে ফোন দিয়ে ছবির গল্প শুনিয়েছেন। দেব নিজেই নাকি আমার সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছে! সেলিম ভাই দু-এক দিনের মধ্যে আমাকে চুক্তিবদ্ধ করাতে চান বলে জানিয়েছেন। amarbangla.tv
অপু বলেন, আগস্ট থেকে ছবির শুটিং হবে শুনে সিদ্ধান্ত নিতে একটু ভয় পাচ্ছি। কারণ তত দিনে করোনার কী পরিস্থিতি দাঁড়ায় কে জানে! পরিস্থিতি এমন থাকলে আমার জন্য শুটিং করা সহজ হবে না। আর যা-ই হোক, পরিবারকে ঝুঁকিতে ফেলতে পারবো না। তাই কিছুদিন অপেক্ষা করতে চেয়েছি।
ছবির গল্পের বিষয়ে ঢালিউড কুইন বলেন, স্বামী-স্ত্রী ও তাদের একমাত্র সন্তান নিয়ে গল্প। আমি সারাংশটুকু জেনেছি। মনে হয়েছে, আমার চরিত্রে আরেকটু পরিবর্তন দরকার। প্রযোজক সেটা মেনেও নিয়েছেন। দেখা যাক সময় কী বলে। শেয়ার করুন।