আমার বাংলা TV: বিপিএলে এবার মিরপুরে প্রায় সব ম্যাচেই গ্যালারির বড় অংশ ফাঁকা পড়েছিল। ঢাকার উইকেটে রান হয়নি তেমন। ছিল দর্শকখরাও।ক্রিস গেইল, সুনীল নারাইনরা বিপিএলে নিয়মিত খেলেন। স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নাররা এবার বাড়তি মাত্রা যোগ করেন।ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে লাভজনক ও জমজমাট আসর বসে ৫ জানুয়ারি। শেষ হবে আজ ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফাইনাল দিয়ে।ফাইনালের আগে টিকিট নিয়ে তুলকালাম। অনলাইনে দু’দিন আগে দেখানো হয়েছে টিকিট শেষ। ফাইনালে আজ মুখোমুখি হবেন সাকিব আল হাসান ও ইমরুল কায়েস।
ব্যাটিংয়ে তারা এভিন লুইস ও তামিম ইকবালের ওপর নির্ভরশীল। শেষদিকে থিসারা পেরেরা ও শহীদ আফ্রিদি আশা দেখাচ্ছেন তাদের। গ্রুপপর্ব থেকে দ্বিতীয় হয়ে সুপার ফোরে প্রথম এলিমিনেটর পর্বে রংপুর রাইডার্সকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা।অধিনায়ক ইমরুল কায়েস বলেন, ‘প্রথম থেকেই সবারই লক্ষ্য ছিল ফাইনাল খেলব। ফাইনাল জেতা অনেকটা ভাগ্যের ব্যাপার। আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’ ঢাকাও অলরাউন্ডারে ঠাসা। অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও কিয়েরন পোলার্ডরা বড় শক্তি। গ্রুপপর্বের শেষ ম্যাচ জিতে সুপার ফোর নিশ্চিত করেছিল তারা।
সুপার ফোরে চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্সের মতো বড় দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। গ্রুপপর্বে দুটি ম্যাচে ঢাকাকে হারিয়েছে কুমিল্লা। ফাইনালে ঢাকা জিততে পারলে প্রতিশোধের সঙ্গে শিরোপাও হাতে উঠবে সাকিবের। শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী সাকিব।তিনি বলেন, ‘দলটা গোছানো। আশা করি, আমরাই শিরোপা জিতব।’ লড়াইটা দুই দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও খালেদ মাহমুদেরও। ঢাকার কোচ খালেদ মাহমুদ বলেন, ‘মাঝে আমরা ছন্দে ছিলাম না। গ্রুপপর্বের শেষদিক থেকে ছন্দে ফিরেছি। আশা করি জিতব।’কুমিল্লার কোচ সালাউদ্দিন বলেন, ‘সুজন ভাই অনেক বড় কোচ। তিনি হয়তো অনেক কিছুই দেখাতে পারেন, আমি কখনও তার সঙ্গে নিজের তুলনা করি না।’ তামিমের এখনও বিপিএলের শিরোপা জেতা হয়নি।এবার যদি কুমিল্লা চ্যাম্পিয়ন হয় তাহলে খরা ঘুচবে। কে জিতবে? কাল মিরপুর একাডেমি মাঠে তামিম জানান, ‘কে আর? আমরাই।’
আমার বাংলা নিউজ /০৮ ফেব্রয়ারি / ২০১৯